৩৭তম বিসিএসের ৯৯ জনকে নন-ক্যাডারে নিয়োগ

৩৭তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে ৯৯ জন বিভিন্ন অধিদফতর ও সংস্থায় নিয়োগ পাচ্ছেন। এসব প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে বৃহস্পতিবার (৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ এর বিধান অনুযায়ী এ নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা পদে ২০ জন, রেলওয়ের সহকারী সার্জন পদে ১২ জন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে ১৮ জনসহ ৯৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

৩৭তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু কোনো ক্যাডার পায়নি- এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডারে এ পর্যন্ত ৬৭৬ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।

৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হলেও বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করবে চীন
পরবর্তী নিবন্ধভিকারুননিসার অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া বাতিল