পরলোকে শিক্ষানুরাগি মনিমোহন ভৌমিক মন্টু স্যার

মেহের মামুন,মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সাবেক শিক্ষক মন্টু স্যার (৭৫) পরলোক গমন করেছেন। ৩ জুলাই বুধবার বিকাল তিনটার সময় ঢাকার একটি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন । তিনি ১৯৮০ সালে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০০৭ সালে অবসর গ্রহন করেন ।তার শিক্ষকতা জীবনে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিলিয়ে দেন এবং শিক্ষকতার পাশাপাশি সে একজন স্বনামধন্য ফুটবল খেলোয়ার হিসাবে পরিচিত ছিলেন । তার মৃত্যুর পর মুকসুদপুরের পাইলট স্কুল মাঠে সবর্স্তরের জনগন সহ স্কুলের শিক্ষকগন, ম্যানেজিং কমিটি, সাবেক বর্তমান ছাত্র-ছাত্রী সহ সকলে ফুলেল শ্রধা জানান। মুকসুদপুর পৌরমেয়র এ্যাড: আতিকুর রহমান মিয়া এবং মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যলয়ের সাবেক প্রধান শিক্ষক আবু জাফর মুন্সি তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন । শিক্ষক মনিমহন ভুইয়া তিনি তার নিজের পৈতৃক জমিতে ১৯৯২ সালে ১৭৭নং বিকে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি । তার দুই ছেলে রয়েছেন মনোজ কুমার ভৌমিক ও উজ্জল কুমার ভৌমিক তারা দুজনই লন্ডন থেকে ব্যারেষ্টারী পাশ করে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় আছেন। মৃত্যু কালে তিনি আতœীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে যান। #

 

 

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারের সংঘর্ষের ঘটনায় ২৮ আসামি কারাগারে প্রেরন
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করবে চীন