খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: কর্ণেল অলি

মুজিব উল্ল্যাহ্ তুষার :

খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে উল্লেখ্য করে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও জাতীয় মুক্তি মঞ্চের প্রধান
উদ্যোক্তা কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা,
বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১৮ দফা দাবির আন্দোলন চট্টগ্রাম থেকেই হবে।
তিনি  সোমবার (১ জুলাই) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় মুক্তি মঞ্চের
আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
লিখিত বক্তব্যে অলি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি খালেদা জিয়াকে মুক্ত করতে
হবে। খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হলে একনায়কতন্ত্র থেকে দেশ মুক্ত হবে।
তিনি বলেন, দেশের নাজুক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে আমরা নির্বিকার
থাকতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, খালেদা জিয়াকে মুক্ত ও গণতন্ত্র
পুনরুদ্ধার করতে হবে। খালেদা জিয়া যদি কারাগার থেকে মুক্ত হন, একনায়কতন্ত্র
থেকে যদি দেশ মুক্ত হয় ও দেন দ্য নেশন উইল বি ফ্রি ।

এ লক্ষ্য অর্জনে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ ঘোষণা করে তিনি বলেন, আশা করি
জাতীয়তাবাদে বিশ্বাসী সকল শক্তি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে
জাতিকে মুক্ত করার জন্য এগিয়ে আসবে।
বিশেষভাবে, গণতন্ত্রপ্রেমী ও বাংলাদেশপ্রেমী সকল রাজনৈতিক দল, সকল নাগরিক,
সামাজিক সংগঠন, সকল প্রবীণ ও তরুণদের প্রতি আমাদের এই আহ্বান।

তিনি বলেন, অনেক বড় ইস্যু থাকার পরেও সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করতে
পারেনি। কারণ অবৈধ সম্পদের মালিক হয়ে অনেকে সম্পদ রক্ষায় সরকারের হয়ে সুকৌশলে
কাজ করেছেন। তারা মূলত সরকারের দালালি করেছেন। আমাদের মুক্ত মঞ্চে কে আসলো, কে
আসলোনা সেটি বিবেচ্য বিষয় নয়। কারণ আমরা কোনো দলের উপর নির্ভরশীল নয়।

অলি আরো বলেন, যারা দেশকে ভালোবাসে এবং বেগম জিয়াকে মুক্ত করতে চায়,
দেশবাসীকে মুক্ত করতে চায়, যারাই আমাদের সঙ্গে আসবে, সবাইকে আমরা সঙ্গে রাখব।
তবে জাতীয় মুক্তি মঞ্চ কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবে না। কোনো
সন্ত্রাসী কর্মকাণ্ডে কাউকে আমরা সাহায্য করব না।

জাতীয় মুক্তি মঞ্চ’ এর ব্যাপারে অলি আহমদ বলেন, আমাদের এ লক্ষ্য অর্জনের জন্য
প্রতিটি জেলায় জেলায় গিয়ে জনগণকে আমাদের ১৮ দফা বোঝানোর চেষ্টা করব। জনমত গড়ার
চেষ্টা করব। সরকারকে অনুরোধ করব, তারা যেন তাদের ভুলগুলো অনুধাবন করে। সবার
স্বার্থে, দেশকে সঠিকভাবে পরিচালনার স্বার্থে যথাশিগগির একটি নির্বাচন দিন।
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণের অর্থ লুটপাট হচ্ছে। তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিদেশে যারা অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধে
ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ
ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত
হোসেন সেলিম, কেন্দ্রীয় সিনিয়র নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, জাগপার সিনিয়র
সভাপতি রাশেদ প্রধান, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী আনাস, জাতীয় দলের প্রধান
এহছানুল হুদা, চট্টগ্রাম উত্তর জেলার এলডিপির সভাপতি নূরুল আলম তালুকদার,
দক্ষিণ জেলা এলডিপির সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, মহানগর এলডিপির
সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল ও কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি
মো.ইলিয়াছ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির হারুয়ালছড়িতে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা 
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর গাড়ী ভাংচুর ও প্রান নাশের হুমকী