বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন : জেল-জরিমানা আজ থেকেই

 পপুলার২৪নিউজ প্রতিবেদক :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন দেখালে বিশেষত দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখালে আজ (সোমবার) থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এ জন্য আজ থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দিতে পারবে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য ক্যাবল অপারেটরদের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। সে সময় গতকাল শেষ হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধরিফাতের জন্য ছাত্রলীগ লীগের মানববন্ধন
পরবর্তী নিবন্ধআজ থেকে সঞ্চয়পত্রে মুনাফার ওপর ১০ শতাংশ সুদ ধরা হবে