প্রথম কার্যদিবসে পতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে শেয়ারবাজারের অবস্থা মোটামুটি উর্ধগতি থাকলেও এ সপ্তাহের শুরুতে পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ গ্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে। তবে অপর সূচকগুলো বেড়েছে। টাকার পমিরাণে লেনদেন বেড়েছে সিএসইতে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর গ্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪৪ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪৮ কোটি টাকা কমেছে। আজ ৪৬৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫১৭ কোটি টাকার।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ১২২টির বা ৩৫ শতাংশ গ্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৭৫টি বা ৫০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি বা ১৫ শতাংশ কোম্পানির।
টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির। এদিন কোম্পানিটির ২২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার।
ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: সিঙ্গার বিডি, ন্যাশনাল পলিমার, রানার অটোমোবাইল, বিবিএস কেবলস, কাট্টালি টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস এবং মুন্নু সিরামিক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি গ্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। আজ ১১২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ পদ শূন্য রয়েছে: প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাবনার ঈশ্বরদীতে রূপালী ব্যাংকের ৫৭১তম ইপিজেড শাখার উদ্বোধন