গত ২৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে ভারতীয় ওপেনার রোহিত শর্মার আউটটি নিয়ে বিতর্ক এখনও চলছে।
সোশ্যাল মিডিয়ায় এ আউট দেয়া নিয়ে টিভি আম্পায়ারকে একহাত নিচ্ছেন ভারতীয় সমর্থকরা।
সেদিন ওই ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসের যখন ষষ্ঠ ওভার চলছিল তখন উইন্ডিজ পেসার কেমার রোচের একটি বল ঠিকমতো ব্যাটে লাগাতে ব্যর্থ হন রোহিত শর্মা। তবে হালকা আওয়াজ শোনা গেলে আউটের জোরাল আবেদন করেন উইন্ডিজ উইকেটরক্ষকসহ কেমার রোচ। যদিও বোলারের এ আবেদনে সাড়া দেয়নি অন-ফিল্ড আম্পায়ার।
পরে উইন্ডিজ দল রিভিউয়ে স্নিকো মিটারে দেখা যায়, ওই শব্দটি আসলেই বলেই স্পর্শেই সৃষ্টি। কিন্তু বলটি ব্যাট ও প্যাডের এতটাই কাছে ছিল যে, শব্দটি আসলে কোনটিতে লেগে হয়েছে বিতর্ক রয়ে গেছে এখনও।
ভারতীয়দের দাবি, ব্যাটে নয় প্যাডে লেগেছিল বলটি। সেদিন মাঠে একই দাবি ছিল রোহিত শর্মার মুখেও। তবে সেদিন অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার মাইকেল গফ।
এমন আউটে কিছুক্ষণ হতবাক হয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকার পর সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। তবে রোহিতের এই আউটের বিতর্ককে ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদের একটি অভিব্যক্তি।
রিভিউয়ে যখন রোহিতকে আউট দেয়া হলো ওই মুহূর্তেই আরেকটি ক্যামেরা ধরা হয়েছিল রোহিতপত্নী রিতিকা সাজদের দিকে। রোহিতকে আউট দেয়ার সিদ্ধান্তে বেশ চমকে যান তিনি। বিস্মিত হয়ে রিতিকা বলতে থাকেন ‘হোয়্যাট’!
রোহিতকে আউট দেয়ার পর তার স্ত্রী রিতিকার প্রতিক্রিয়া দেখতে ক্লিক করুন