কঙ্গোতে খনি ধসে নিহত ৪১

পপুলার২৪নিউজ ডেস্ক:

কঙ্গোর দক্ষিণাঞ্চলে খনি ধসে কমপক্ষে ৪১ জন অবৈধ শ্রমিকের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনায় ধ্বংসস্তূপে এখনও আটকা পড়ে আছে আরও অনেকে।

বৃহস্পতিবার দেশটির কোলওয়েজি এলাকার কপার ও কোবাল্ট খনিতে কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু হয় এবং তা অব্যাহত রয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

কঙ্গো বিশ্বব্যাপী ৬০ শতাংশ কোবাল্ট সরবরাহ করে, যা ইলেকট্রিক গাড়ি ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ ধাতু।

পূর্ববর্তী নিবন্ধমেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
পরবর্তী নিবন্ধখিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত