নিজস্ব প্রতিবেদক:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ জুন, ২০১৯ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ খলিলুর রহমান বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড এর ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোঃ লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ্জ আব্দুস সামাদ লাবু, ফরমান আর চৌধুরী (প্রতিনিধি: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড), বদিউর রহমান, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আবদুস সালাম, আলহাজ্জ নিয়াজ আহমেদ, মোঃ আশিক হোসেন (প্রতিনিধি : ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স কোঃ লিঃ) এর পক্ষে আলহাজ্জ আনোয়ার হোসেন, আলহাজ্জ সেলিম রহমান (প্রতিনিধি: কেওয়াইসিআর কয়েলস ইন্ডাস্ট্রিজ লিঃ), খন্দকার সাকিব আহমেদ, মোল্লা মাযহারুল মালেক, ফরিদ আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আমির উদ্দিন পিপিএম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউর রহমান এবং অন্যান্য শেয়ারহোল্ডারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। কোম্পানি সচিব মোঃ সোহেল রানা সভার সাচিবিক দায়িত্ব পালন করেন।