ছাতকে স্বাস্থ্য ও সুস্থ্য জীবনযাপনের জন্য আলোচনা সভা

নুর উদ্দিন,ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকে কিশোর কিশোরিদের স্বাস্থ্য ও সুস্থ্য জীবনযাপনের জন্য করণীয় ও সচেতনতা বৃদ্ধির লক্ষে স্বাস্থ্য ও শিক্ষা ব্যুরো, স্বাস্থ অধিদপ্তর কতৃক আয়োজিত কার্যক্রমটির অধীনে বেসরকারি কনসাল্টিং ফার্ম ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড এর সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সদর হাসপাতালে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অভিজিত শর্মার সভাপতিত্বে ও সাংবাদিক নুর উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাতক সদর হাসপাতালের আরএমও ডাক্তার মাসুম বিল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, দূর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সাধারন সম্পাদক সাকির আমিন, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী এমরান আহমদ, হাবিবুর রহমান, সৈয়দ ফকির, মিজানুর রহমান, সায়েম আহমদ, জুনেদ আহমদ প্রমুখ। এর আগে বেসরকারি কনসাল্টিং ফার্ম ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অভিজিত শর্মা ও ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল ইসলাম চৌধুরির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য সচেতনতামুলক ফ্লিপচার্ট এবং লিফলেট তুলে দেয়া হয়।

 

 

পূর্ববর্তী নিবন্ধঅভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ
পরবর্তী নিবন্ধপ্রয়াত ১০০ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মরণানুষ্ঠান করা হবে