সর্বকালের সেরাদের আলোচনায় সাকিব: হাসি

পপুলার২৪নিউজ  ডেস্ক:

বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত ইমরান খান, ইয়ান বোথাম, কপিল দেব, রিচার্ড হ্যাডলি, গ্যারি সোবার্সরা। শিগগির তাদের কাতারে বসছেন বাংলাদেশের সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মাইক হাসি মনে করেন, এ নিয়ে আলোচনা চলছে।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে একরকম একা কাঁধে বয়ে চলেছেন সাকিব। কখনও ব্যাট হাতে দলকে এনে দিচ্ছেন অবিশ্বাস্য জয়। আবার কখনও বল হাতে রাখছেন অনন্য অবদান।

এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার সাকিব। তিন হাফসেঞ্চুরি ও দুই সেঞ্চুরিতে নিজের নামের পাশে রেখেছেন ৪৭৬ রান। বোলিংয়েও ইতিমধ্যে ১০ উইকেট তুলে নিয়েছেন তিনি। এক আসরে ৪০০ রান এবং ১০ উইকেট নেয়া প্রথম ক্রিকেটার তিনিই। তার অনিন্দ্যসুন্দর অলরাউন্ড পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। রয়েছে স্বপ্নপূরণের পথে।

সাকিবের পারফরম্যান্স দেখে হাসির ধারণা, শিগগির সর্বকালের সেরা অলরাউন্ডারদের সারিতে বসছে সে। আর বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করবে, তাতে কোনো সন্দেহ নেই।

অজি বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বক্তব্য- আমি মনে করি, সর্বকালের সেরা অলরাউন্ডারদের আলোচনায় আছে সাকিব। কোনো বিতর্ক নেই। পরিসংখ্যানে তাকান, অবিশ্বাস্য সে। এ বিশ্বকাপের দিকেই তাকান, এখন পর্যন্ত সেরা ক্রিকেটার।

তিনি বলেন, বাংলাদেশকে সেরা পাঁচে রাখার আসল নায়ক সে-ই। ক্যারিয়ারে এর আগে পর্যন্ত হয়তো সে আন্ডাররেটের ছিল। তবে যখন ক্যারিয়ার শেষ করবে, তখন অবশ্যই বিশ্বের গ্রেট ক্রিকেটারদের তালিকায় থাকবে। বাংলাদেশের সেরা ক্রিকেটার হিসেবে অবসর নেবে, তাতে কোনো সন্দেহ নেই।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৫ টেস্ট, ২০৪ ওয়ানডে এবং ৭২টি টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। তিন ফরম্যাট মিলে সংগ্রহ করেছেন ১১ হাজারের বেশি রান। আর উইকেটের সংখ্যা ৫০০-এর বেশি।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এখন সেরা অলরাউন্ডার সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সেরা। স্বভাবতই সর্বকালের সেরাদের আলোচনায় আসতেই পারেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধখামেনির ওপর নিষেধাজ্ঞা মানে আলোচনার দরজা বন্ধ: ইরান
পরবর্তী নিবন্ধসুযোগ-সুবিধা বাড়ছে টাইগারদের