চট্টগ্রাম মেডিকেলে রোগীর দেহ থেকে ২ কিডনী চুরির অভিযোগ

মহিউদ্দীন, চট্টগ্রাম :
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর দুুই কিডনী চুরির
অভিযোগ তুলেছে রোগীর পরিবার৷
শুক্রবার রোগীর মৃত্যু হলে শনিবার সকালে মুর্দার গোছলের সময় দেহের সামনে ও
পেছনে গর্ত দেখে সন্দেহ হয় রোগীর স্বজনদের।কারণ তার পুরুষাঙ্গে টিউব লাগানোর
স্থানে কাটা ছাড়া আর কোথাও কাটাছেড়া হয়নি৷ধারণা করা হচ্ছে, তিনদিন আগে ড্রেসিং
এর নামে অপারেশন রুমে নেয়ার দিনই তার দেহের সামনে ও পেছনে ব্যান্ডেজ করা হয়৷
সেই সময়ই তার দেহ থেকে দুই কিডনী চুরি করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, ৬৫ বছর বয়সী মোঃ কবিরের প্রশ্রাবের রাস্তায় টিউব
লাগানো হয়েছিলো৷ পরে ড্রেসিং এর জন্যে তিনদিন আগে আবারো রোগীকে অপারেশন রুমে
নিয়ে গিয়ে ড্রেসিং করানো হয়। শুক্রবার ডাক্তার রোগীর স্বজন্দের ডেকে মোঃ কবির
বেশীদিন বাঁচবেনা বলে রোগীকে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়া হয়।
তদন্তের জন্য নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে বলে জানায়
বাকলিয়া থানা পুলিশ।
এ ব্যাপারে জানতে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.
জালাল উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধখালেদার জামিন আবেদনের শুনানি আগামী সপ্তাহের মধ্যে
পরবর্তী নিবন্ধলাইসেন্স ছাড়া দুধ-দই কারা বিক্রি করছেন জানতে চান হাইকোর্ট