সীতাকুণ্ডে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সীতাকুন্ড,চট্রগ্রামঃ

সীতাকুণ্ড উপজেলার  বাড়বকুণ্ডে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিব আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে বাড়বকু- উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরুষ্কার তুলে দেন বাড়বকু- ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী। বাড়বকু- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাড়বকু- উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রবিউল হোসেন,ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু। উপস্থিত ছিলেন ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির,শিক্ষক নেতা মো.খোরশেদ আলম,প্রধান শিক্ষক সাইদুর রহমান,সালাউদ্দিন,বিলকিস বেগম,নাসরিন আক্তার,সহকারী শিক্ষক মো.আলাউদ্দিন,মো.জাকারিয়া,আ’লীগ নেতা মোজাফ্ফর হোসেন পিন্টু,যুবলীগ নেতা মোশারফ হোসেন,মো.দেলোয়ার ও মো.রফিক প্রমূখ।
এতে পুরুষ দলের খেলায় মাহামুদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ানের শিরোপা অর্জন করেছে নড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মহিলা দলের খেলায় মান্দারীটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ানের শিরোপা অর্জন করেছে ডিডিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের স্বার্থে ভারত-বাংলাদেশ সু-সর্ম্পক রাখতে হবে: সাবেক রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধবাগদাদে জুমার নামাজের সময় মসজিদে হামলা, নিহত ১০