দক্ষিণ সুনামগঞ্জে ২শত বিঘা জমির মালিক ভূমিহীন

নুর উদ্দিন, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের মাসুক মিয়া (আমেরিকা প্রবাসী) ২শত বিঘা জমির মালিক হয়েও সরকারি জমি বন্দোবস্ত পাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, মাসুক মিয়া ও তার পরিবার প্রায় ৫৭ একর জমির মালিক। মাসুক মিয়া বিগত দিনেও ভুমিহীন ছিলেন না। কিন্তু মাসুক মিয়ার ভাই ফারুক মিয়া সাবেক ইউপি চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ভূমিহীন হিসেবে সরকারি জমি বন্দোবস্ত পান। এ অনিয়মের অভিযোগে পূর্ব পাগলা ইউপির চিকারকান্দি গ্রামের মৃত আইন উদ্দিনের পুত্র সাদেক মিয়া গত ২০১৭ সালের ১২ নভেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। কিন্তু এই বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়া হয়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পাগলা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ফারুক মিয়ার ভাই মাসুক মিয়া প্রভাব কাটিয়ে ২শত বিঘা জমির মালিক থাকার পর ও সরকারি জমি বন্দোবস্ত নেন ১ একর ৮০ শতক সরকারি জমি। এই জমির বন্দোবস্ত বাতিলের দাবি জানান অভিযোগকারী সহ স্থানীয় একাধিক ব্যক্তি।
অভিযোগকারী সাদেক মিয়া বলেন, বন্দোবস্ত বাতিলের জন্য দরখাস্ত দেয়ার পরও কর্তৃপক্ষ কোন উদ্যোগ গ্রহণ করেনি। অভিযুক্ত মাসুক মিয়া বলেন, যখন আমি জমি বন্দোবস্ত পাই, তখন আমার পিতা আলগ করে দিয়েছিলেন। তখন আমার জমি ছিল না। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সফি উল্লাহ বলেন, এ জমির বিষয়ে স্বত্ব মামলা চলমান রয়েছে। জেলা প্রশাসক বরাবর মতামত চেয়ে চিঠি পাঠিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধছাতকের ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকরী গ্রহণের হিড়িক
পরবর্তী নিবন্ধঅণে্বষণ গণপাঠাগারকে এসবিএসি ব্যাংকের অনুদান