নুর উদ্দিন, সুনামগঞ্জ : ছাতকে সরকারী চাকুরী গ্রহণের ক্ষেত্রে ভুয়া ঠিকানা ব্যবহার করে অন্য জেলার মানুষ নিয়োগ নিচ্ছে। বিশেষ করে শিক্ষক ও রেলওয়ে বিভাগে নিয়োগের ক্ষেত্রে ভুয়া ঠিকানা ব্যবহার করে নিয়োগ নেয়ার প্রবণতা অতিমাত্রায় লক্ষ্য করা গেছে। অন্য জেলার বহু মানুষ সরকারী চাকুরী নিয়ে বহাল তরিয়তে রয়েছেন। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কৌশলে উত্তরণ হয়ে যাচ্ছে তারা। অনেকেই সর্বশেষ ধাপে অপেক্ষমান। শত শত ভুয়া প্রার্থী সরকারী বিভিন্ন পদে দরখাস্ত দিয়ে প্রহর গুনছে। ফলে স্থানীয়রা সরকারী চাকুরী গ্রহণের প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে।
জানা যায়, সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে বিভাগে খালাসী ও ওয়েম্যান পদসহ একাধিক পদে বেশ কিছু লোক নিয়োগ দেয়া হয়েছে। সুনামগঞ্জ জেলার বাসিন্দা নয় এমন ব্যক্তি ছাতকের ভুয়া ঠিকানা ব্যবহার করে চাকুরী নিয়েছে। এরা হলেন ওয়েম্যান পদে মামুন আহমদ, মো. ওয়াসিম, আমির হোসেন, ময়নুল ইসলাম নিয়োগ নিয়েছে। খালাসী পদে নূরুল ইসলাম, সুহেল মিয়া ও রুবেল মিয়া, জাকির হোসেন, সঞ্জয় কুমার দাস, আব্দুল কাদির। এদিকে উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুয়া ঠিকানা ব্যবহার করে নিয়োগ নিয়েছেন নির্মল পুরকায়স্থ শারফিন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ইতি পুরকায়স্থ চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, মমতা কর্মকার রাতগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, সেলিম আহমদ নানশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, হায়দার আলী খুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, রুনা তালুকদার খিদুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, নিরঞ্জন দাস বারগোপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, অনুপম দাস গোবিন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানান, এমন অভিযোগ তিনি এর আগেও পেয়েছেন। তিনি বিষয়টি আবারো খতিয়ে দেখবেন।
ছাতক রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, চাকুরী প্রার্থীরা যে কোন ঠিকানা ব্যবহার করে আবেদন করতে পারে। নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সময় তার সঠিক ঠিকানা বেরিয়ে আসবে। এতে আমাদের করণীয় কিছু নেই।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, এখানে তিনি নতুন এসেছেন। চাকুরী সংক্রান্ত পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি তিনি এখনো দেখেননি। তবে এখন এ বিষয়টি তিনি নিজেই তদারকি করবেন।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে জানান, ভুয়া ঠিকানা দিয়ে অন্য জেলার মানুষ চাকুরী করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এতে স্থানীয় শিক্ষিত যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।