#দেশের আন্তর্জাতিক সব বিমানবন্দরে নিরাপত্তা জোড়দার করা হচ্ছে
সাইদ রিপন: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৫৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে ৩ হাজার ৩৮৯ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন খরচ করবে ৫৫১ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ পাওয়া যাবে ৪ হাজার ১১৩ কোটি টাকা।
মঙ্গলবার(১৮ জুন) প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা-এর সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের সবকটি আর্ন্তজাতিক বিমানবন্দরে নিরাপত্তা আরো জোড়দাড় করতে হবে। এজন্য দরকার হলে প্রত্যেক এয়ারপোর্টে ডগ স্কয়ার্ড গঠণ করতে হবে। ৫৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে আন্তর্জাতিক বিমানবন্দরসমূহের সিকিউরিটি ব্যবস্থার উন্নয়ন”প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে, ৬০ কোটি টাকা।
দেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক ও ৬টি অভ্যান্তরীণ বিমানবন্দর রয়েছে। দেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যমান বিমানবন্দরসমূহের এয়ার ট্রাফিকের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রকল্পের আওতায় এসব বিমানবন্দরসমূহের নিরাপত্বা আরো জোরদার করবে সরকার। কমিউনিকেশন ও নেভিগেশন সার্ভেইলান্স(সিএনএস) ব্যবস্থা হলো উড়োজাহাজ পরিচালনা ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিদ্যমান ইকুইপমেন্টগুলোর অধিকাংশ পুরাতন এবং প্রায়ঃশই ঠিকঠাক কাজ করছে না। প্রকল্পের আওতায় এসব যন্ত্রগুলো কেনা হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, সারাদেশের হাইওয়ের পাশে ট্রাক ড্রাইভার এবং বাস চালকদের বিশ্রামের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। “নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন” প্রকল্প অনুমোদনের সময় তিনি এ কথা বলেন। প্রকল্পটির জন্য ব্যয় হবে ৭১০ কোটি টাকা।
একনেক সভায় জানানো হয়, বিশ্রামাগার নির্মাণের ফলে চালকদের প্রয়োজনীয় গোসলসহ বিশ্রাম নিতে পারবেন এখানে। চালকেরা তাদের যাত্রাপথে পর্যাপ্ত বিশ্রাম নেয়ার সুবিধা পাবেন এখানে। ফলে বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে সংঘটিত সড়ক দূর্ঘটনা হার হ্রাস পাবে এবং টেকসই নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। বিশ্রামাগারে চালকদের পর্যাপ্ত বিশ্রাম, ঘুমানো, চালক পরিবর্তন এবং যানবাহনের বিভিন্ন যাত্রিক সমস্যাগুলি দূরীকরণের জন্য এগুলো নির্মাণ করা হবে।এ সব বিশ্রামাগারে পর্যাপ্ত পার্কিং সুবিধা, বিনেদনের জন্য টিভি, ওয়াশরুপ, চা ও কফিসহ খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। যা চালকদের ভ্রমণজনিত ক্লান্তি ও অবসাদ দূর করার মাধ্যমে স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করবে এবং চালকদের বিরামহীন পরিশ্রমের কারনে সংগঠিত দুর্ঘটনার হার হ্রাস পাবে।’