নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর বলেন, বাজেট বক্তৃতায় যখন বীমা খাতকে সম্প্রসারণের কথা বলা হয়েছে, ঠিক তখনই বীমা খাতের জন্য এ জাতীয় একটি সম্মেলন আয়োজন করায় সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই।
গতকাল রাজধানী একটি হোটেলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর যৌথ উদ্যোগে ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বীমা প্রতিষ্ঠানসমূহের মুখ্য নির্বাহী কর্মকর্তা সম্মেলন-২০১৯’ প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের মধ্যে দেশকে আমদানি নির্ভর অর্থনীতি থেকে রপ্তানিমুখী অর্থনীতির দেশে উন্নীত করতে বীমা খাতের যথেষ্ট ভূমিকা রয়েছে। তিনি এ খাতের ব্যাপ্তি বৃদ্ধির সাথে সাথে অপরাধলব্ধ অর্থের প্রবাহ রোধে কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
এ সম্মেলনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস। সকল বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম বলেন, বীমা খাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়নের ঝুঁকি কম হলেও কোনো ধরনের অঘটন ঘটলে তা বিদেশী কোম্পানীগুলোকে নেতিবাচক বার্তা দেবে জানান তিনি।
বিশেষ অতিথি বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেন, বীমা খাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি কম থাকলেও তা প্রতিরোধে প্রতিষ্ঠানসমূহের বোর্ডের সদস্যদের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন।
বিশেষ অতিথি বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাঃ রাজী হাসান তার বক্তব্যে উল্লেখ করেন যে, সন্ত্রাসী বা অপরাধীদের লক্ষ্য থাকে দুর্বল খাতগুলো, কাজেই বীমা খাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন ঝুঁকি কম হলেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার না হলে অপরাধীদের প্রবেশের সুযোগ সৃষ্টি হবে।
সভাপতিত্ব বক্তব্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন ইস্যুতে বাংলাদেশ বিশ্বের কমপ্লায়েন্ট দেশগুলোর একটি হিসেবে পরিগণিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে মর্মে উল্লেখ করেন। বীমা খাতে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়নের পরিধি তুলে ধরে বীমা প্রতিষ্ঠানসমূহের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের রূপকল্প ২০২০, ২০৪১ এবং এসডিজি-এর লক্ষ্যসমূহের সাথে সঙ্গতি রেখে বীমা খাতের তথা দেশের উন্নয়নকে অগ্রগামী করার পরামর্শ প্রদান করেন।