নুর উদ্দিন, সনামগঞ্জ : হাওরে ধীরে ধীরে ভাড়ছে পানি। সেই সাথে মৎস্য প্রজাতির ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে একশ্রেণির মৌসুমী জেলে। হাওরের পোনামাছ, ডিমওয়ালা মাছ এবং মৎস্যজাত জলজ সম্পদ সব সাবাড় করে দিতে নৌকা বোঝাই কোণাজাল/কাটাজাল ও সর্বনাশা কারেন্ট জাল নিয়ে বেপরোয়া সকল মৌসুমি জেলেরা দলে দলে নেমে গেছে সুনামগঞ্জের ছোট-বড় সব হাওরে। আর এসব নিষিদ্ধ কারেন্ট জাল সরবরাহে ও ক্রয়ে অর্থ বিনিয়োগ করছে আড়ৎদার শ্রেণির পাইকারি মৎস্য ব্যবসায়ীরা। এরা প্রতি বছর এই সময়ে মৌসুমি জেলেদের কাছে জাল-নৌকা ক্রয়ের জন্য অগ্রিম টাকা লগ্নি করে থাকে।
জানা যায়, জেলায় মৎস্যজীবী প্রায় ১ লাখ ২২ হাজার। এর মধ্যে নিবন্ধিত মৎস্যজীবী ৯২ হাজারের বেশি এবং কার্ডধারী ৭৫ হাজার ৮৯০ জন। এদের কেউ কেউ সারা বছর মৎস্যজীবী, আবার কেউ কেউ খন্ডকালীন মৌসুমী মৎস্যজীবী। তবে জ্যৈষ্ঠের নয়া পানির আগমন হলে মৌসুমী জেলেরা নির্বিচারে ডিমওয়ালা মাছ ও পোনামাছ শিকারে তৎপর হয়ে ওঠে। এতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। যে কারণে মাছের দেশে মাছের আকাল বারো মাস লেগেই থাকে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, হাওর এলাকায় প্রায় ৯৪ হাজার ২৭৭ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এ থেকে এলাকার চাহিদা থাকে প্রায় ৫০ হাজার ৪৫ মেট্রিক টন। উদ্বৃত্ত থাকে প্রায় ৪৪ হাজার মেট্রিক টন মাছ। আর এসব উৎপাদিত মাছের মধ্যে ২০% পুকুরে চাষকৃত এবং ৮০% হাওরের উন্মুক্ত জলাধারে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক জানান, ভাসমান পানিতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ডিমওয়ালা মাছ, পোনামাছ নিধন এবং অবৈধ পন্থায় মাছ আহরণ বন্ধে জুলাই থেকে জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।