নুর উদ্দিন, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে চরম অসহায় হয়ে পরেছে ৩লাখ মানুষ। বর্ষার শুরুতেই বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় প্রতিদিনই স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় বাড়ছে রোগীদের। এসব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন একজন চিকিৎসক। এছাড়াও হাসপাতালটিতে র্দীঘ দিন ধরেই ডাক্তারসহ বিভিন্ন পদের কর্মকর্তা, কর্মচারীর পদ শূন্যতার কারনে হাসপাতালটি যেন নিজেই রোগী হয়ে আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৩০ শয্যা থাকাকালীন ৯ জন চিকিৎসকের পদ ছিল। তখনো প্রায় সময়ই চিকিৎসক শূন্য ছিল কমপ্লেক্সটি। ৩ মাস পূর্বে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু ৫০ শয্যা হাসপাতালের জন্য অদ্যাবধি লোকবল নিয়োগ দেয়া হয়নি। গত এক মাস ধরে ডা. তানভীর আনসারীকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উপস্বাস্থ্য কেন্দ্রে (মৌখিক নির্দেশ), ডা. মির্জা রিয়াদ হাসান ও ডা. মৃত্যুঞ্জয় রায়কে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং ডা. সাব্বির আহমেদকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে হাসপাতালে একমাত্র চিকিৎসক সুমন বর্মন চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
তাহিরপুর ভবানীপুর গ্রামের জনিক তালুকদার বলেন, হাসপাতালে রোগীদের বেশী ভিড় থাকায় তিনি দু’ঘন্টা অপেক্ষা করে ডাক্তার দেখিয়েছেন। বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, সবসময় তীব্র চিকিৎসক সংকট থাকায় রোগীরা সরকারী সেবা থেকে বঞ্চিত। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার সুমন বর্মন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ৪ জন চিকিৎসক অন্যত্র রয়েছেন। কয়েকদিন ধরে রোগীদের একটু ভিড় হচ্ছে। যতটুকু সম্ভব চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।