ফটিকছড়ি সীমান্তে নিখোঁজের ৪ ঘন্টা পরে ভেসে উঠলো ৩ শিশুর লাশ

আলমগীর নিশান,ফটিকছড়ি,চট্টগ্রাম:

চট্টগ্রাম ফটিকছড়ির বাগান বাজারের ফেনী নদীতে গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজের
৪ ঘন্টা পরে লাশ উদ্ধার করা হয়েছে।
১৩ ই জুন বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের ১ নম্বর
ওয়ার্ডের বর্ডার এলাকার ফেনী নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস
কর্মী, ডুবুরিদল ৪ ঘন্টা ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে ৩ শিশুর লাশ উদ্ধার করে। এ
সময় নদীর পাঁড়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।
নিহত শিশুরা হলো, বাগান বাজার ইউনিয়নের পুরাতন রামঘড় গ্রামের বোরহান উদ্দীনের
দু,ছেলে
জোবায়ের হোসেন (১৪) ও আজহার উদ্দীন (১২), এবং রাউজান পূর্ব হলদিয়ার মোঃ আলীর
ছেলে তৌহিদুল আলম সাইফ (৭)।  এরা সম্পর্কে ৩ জনই আপন খালাতো ভাই।
এর পুর্বে নিঁখোজের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে
নেমে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘন্টা যাবত উদ্ধার তৎপরতা
চালিয়ে কাউকে উদ্ধার করতে পারেনি। বৃষ্টির কারণে তাদের উদ্ধার অভিযানে একটু
সমস্যা হচ্ছে বলে জানান ডুবুরিদল সদস্যরা। চট্টগ্রাম শহর থেকে ডুবুরীদল এসে ৪
ঘন্টা পর ৩ শিশুর মৃত দেহ উদ্ধার করে।
এ ব্যাপারে বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুস্তম আলী বলেন, দুপুরে
বাগান বাজার ১ নম্বর ওয়ার্ডের বর্ডার এলাকার ফেনী নদীতে গোসল করতে গিয়ে ৩
শিশু নিখোঁজ হয়েছে। পরে দীর্ঘ ৪ ঘন্টা পর তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারমম্যান এইচ এম  আবু তৈয়ব,
উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন, চেয়ারম্যান রুস্তম আলী, চেয়ারম্যান
জানে আলমসহ এলাকার হাজারো জনতা।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মোটর-সাইকেলের মুখোমুখী সংঘর্ষ, ঔষুধ কোম্পানীর প্রতিনিধির মৃত্যু
পরবর্তী নিবন্ধতথাকথিত স্মার্ট বাজেট ঋণের বিশাল ফাঁদে আটকে গেছে: বাজেট প্রতিক্রিয়ায় ডা.শাহাদাত হোসেন