৬০ লাখ দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক : ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির মাধ্যমে ৬০ লাখ দরিদ্র পরিবারকে সুসংগঠিত করে তাদের স্বাবলম্বী করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলা হয়। অর্থমন্ত্রী বলেন, আমার বাড়ি আমার খামারের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ১ লাখ ১ হাজার ৪২টি গ্রাম সংগঠনের আওতায় ৬০ লাখ দরিদ্র পরিবারকে সুসংগঠিত করে এ দেশ থেকে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচনের কাজ চলছে। চলতি বছরের মার্চ পর্যন্ত ৯৫ হাজার ৩৮৬টি সমিতি গঠিত হয়েছে। যার মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকারভোগীর সংখ্যা প্রায় ২ কোটি ১২ লাখ ৩৩ হাজার জন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

 

পূর্ববর্তী নিবন্ধব্যাংক থেকে সরকার ঋণ নিতে চায় ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসঞ্চয়পত্র থেকে সরকারের ঋণের লক্ষ্য ২৭ হাজার কোটি টাকা