নতুন অর্থবছরের বাজেটে ইসি পাচ্ছে প্রায় ২ হাজার কোটি টাকা

#৮২ হাজার ইভিএম কেনার বরাদ্দ রাখা হয়েছে বাজেটে
নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের ( ২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ১ হাজার ৯২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরমধ্যে পরিচালনার জন্য ৭৭৯ কোটি টাকা এবং উন্নয়নের জন্য ১ হাজার ১৪১ কোটি টাকা রাখা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করেন। এবার মূল বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে ইসির অন্তত ১১ টি খাতে কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

এরমধ্যে রয়েছে ছবিসহ ভোটার তালিকা, সংসদের উপনির্বাচন, স্থানীয় সরকারের সাধারণ ও উপ নির্বাচন, স্মার্ট কার্ড প্রদান, ২ বছর মেয়াদী পেপার লেমিনেটেড পরিচয়পত্র, ইভিএম প্রকল্পের আওতায় ৮২ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয়, দেশি-বিদেশি প্রশিক্ষণ, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান, শূন্য হতে ১৮ বছর নাগরিকদের নিবন্ধন ও এনআইডি প্রদান, এনআইডি তথ্য যাচাই এবং ইসির উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থাপনার উন্নয়ন।

এর আগে ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত বাজেটে ইসির জন্য ছিল ৪ হাজার ৩৪২ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে ছিল ৪১৫ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে সংশোধিত বাজেট ৮০১ কোটি, ২০১৪-২০১৫ অর্থবছরে সংশোধিত বাজেটে ৮৪৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা, দশম সংসদ নির্বাচনের বছরে ২০১৩-২০১৪ অর্থবছরে সংশোধিত বাজেটে ১ হাজার ৫৪৮ কোটি ৬১ লাখ টাকা এবং ২০১২-২০১৩ অর্থবছরে ৩৪৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী ইশতেহারের আলোকে সুনির্দিষ্ট প্রস্তাব নেই: সিপিডি
পরবর্তী নিবন্ধদেশে করদাতা ১ কোটিতে উত্তীর্ণ করা হবে