ভিসির কার্যালয় ভাঙচুরের ঘটনায় নাশকতার মামলা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:চাকরির নিয়োগে অনিয়মের প্রতিবাদে আন্দোলনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কার্যালয় ভাঙচুরের ঘটনায় একটি নাশকতার মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত প্রক্টর) শাহবাগ থানায় মামলাটি করেন। শাহবাগ থানার ওসি আবুল হোসেন খবরটি নিশ্চিত করেছেন।

মামলায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিসহ নানা অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানান।

ওসি বলেন, মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে চাকরিপ্রার্থী চিকিৎসকদের আন্দোলনের মুখে বিএসএমএমইউ মেডিকেল অফিসার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।

চলতি বছরের ২০ মার্চ বিএসএমএমইউতে ২০০ চিকিৎসক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়। পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।

লিখিত পরীক্ষায় একটি পদের জন্য চারজন পাস করেন। এ হিসাবে ৭১৯ মেডিকেল অফিসার ও ডেন্টালের ৮১ জন মিলে ৮২০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

ফল ঘোষণার পর পরই সুযোগবঞ্চিত চাকরিপ্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। গত ২২ মার্চ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সকালে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শুরু করেন চাকরিপ্রার্থী চিকিৎসকরা।

পূর্ববর্তী নিবন্ধমানিকছড়িতে ষষ্টশ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগ,ধর্ষক আটক
পরবর্তী নিবন্ধঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৪৭ জন নিহত