আশুলিয়ায় বাসে আগুন দিলেন উত্তেজিত শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়ায় বাসের ধাক্কায় কয়েকজন শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত শ্রমিকেরা বাসটিতে আগুন ধরিয়ে দেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এ ঘটনা ঘটেছে।

আশুলিয়া থানার পুলিশ জানায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আশুলিয়াগামী একটি বাস নিশ্চিন্তপুর এলাকায় তিন শ্রমিককে ধাক্কা দিলে তাঁরা আঘাত পান। এ ঘটনার জের ধরে উত্তেজিত শ্রমিকেরা ওই বাস থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তাঁর আগেই বাসটি পুড়ে যায়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের ঘটনায় কেউ হতাহত হননি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগের বিরুদ্ধে আন্দোলন গণফোরামের
পরবর্তী নিবন্ধপ্রসাধনী কি শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে?