হংকংয়ে নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ

পপুলার২৪নিউজ ডেস্ক:

তাইওয়ান, ম্যাকাউ ও চীনের মূল ভূখণ্ডে বহিঃসমর্পণের সুযোগ রেখে আনা একটি আইনের সংশোধনী বিলের প্রতিবাদে রোববার হাজার হাজার মানুষ হংকংয়ের রাজপথে বিক্ষোভ দেখিয়েছেন।

বিতর্কিত ওই বিলে হংকংয়ের আদালত অন্য কোথাও ফৌজদারি অপরাধে অভিযুক্ত বাসিন্দাদের বহিঃসমর্পণে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার রাখবে।আইনে পরিণত হলে একে কাজে লাগিয়ে চীন হংকংয়ের রাজনৈতিক বিরোধীদের বিপদে ফেলতে পারে বলে আশঙ্কা সমালোচকদের।

রোববার প্রচণ্ড গরমের মধ্যে সাদা পোশাক পরিহিত বিক্ষোভকারীরা হংকংয়ের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ র‌্যালি করেন। খবর বিবিসির।

ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষার্থীদের পাশাপাশি গণতন্ত্রপন্থী ব্যক্তি এবং ধর্মীয় গোষ্ঠীগুলোকে এদিনের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।

২০১৪ সালের ‘আমব্রেলা মুভমেন্টের’ পর এবারের বিক্ষোভই সবচেয়ে বড় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিলটির সমর্থকরা বলছেন, বহিঃসমর্পণের বিধান পাস হলে তাতে কেবল হত্যা ও ধর্ষণের মতো ফৌজদারি অপরাধে অভিযুক্তরাই আটকা পড়বেন; রাজনৈতিক কিংবা ধর্মীয় কারণে অভিযুক্তরা নন।

পূর্ববর্তী নিবন্ধইরানের কাছে যুক্তরাষ্ট্রের কোনো প্রয়োজন নেই: জারিফ
পরবর্তী নিবন্ধপ্রথম ধাপে পছন্দের কলেজ পেল না ৯৭ হাজার ভর্তিচ্ছু