নিজস্ব প্রতিবেদক : ঈদের দিন সকালে ঢাকাসহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। আজ বুধবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। বৃষ্টির সম্ভাবনা নিয়ে আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ‘বুধবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন মধ্যরাত থেকে সকালের মধ্যে বৃষ্টি হবে। হয়ত সময়ের পরিবর্তন হতে পারে। কোথাও ভোররাতেই বৃষ্টি হয়ে যেতে পারে। কোথাও বা সকালে বৃষ্টি হবে। তবে বৃষ্টি হবে,” বলেন আব্দুল মান্নান’
এর আগে সন্ধ্যায় ঈদ বৃহস্পতিবার হবে বলে ঘোষণা দিলেও পরে চাঁদ দেখা যাওয়ায় সারা দেশে এক যোগে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় বৈঠকে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বেশ কয়েকজনের চাঁদ দেখার সাক্ষ্য নিয়ে চাঁদ দেখা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’
আগের ঘোষণা ব্যাখ্যা দিতে গিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সব আলেম ওলামাদের সঙ্গে যোগাযোগ করে আমরা জেনেছিলাম যে দেশের কোথাও থেকে চাঁদ দেখা যায়নি। সেই কথার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদ উল ফিতর পালিত হবে বৃহস্পতিবার।’