স্পোর্টস ডেস্ক : কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি দলই নিজেদের প্রথম ম্যাচ বড় ব্যবধানে হেরে রয়েছে ব্যাকফুটে। তাই আজকের ম্যাচটি হতে পারে দু’দলের জন্যই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ।
এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে আফগানিস্তানের র্যাংকিং সবার তলানিতে। অন্যদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ক্রিকেটের অভিজাত দলগুলোর মধ্যে একটি। তবে তারপরও আজ ম্যাচের আগে দু’দলের সম্ভাবনা সমানে সমান; কারণ লঙ্কানদের সাম্প্রতিক পারফরম্যান্স।
চার বছর আগেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা। আর তাদেরই কিনা এখন আফগানিস্তানের বিপক্ষেও ফেবারিট ধরা হচ্ছে না! সিনিয়র ক্রিকেটারদের অবসর ও বোর্ডের সাংগঠনিক দুর্বলতায় শ্রীলঙ্কান ক্রিকেট গত চার বছরে যথেষ্ট টালমাটাল অবস্থায় পৌঁছেছে। বিশ্বকাপের মঞ্চেও ইতোমধ্যেই পড়েছে তার ছাপ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।
গত বছর এই আফগানিস্তানের কাছে হেরেই এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা। দলের ব্যাটিংয়ের দুই প্রাণভোমরা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে অবসর নেয়ার পর থেকে লঙ্কানদের পারফরম্যান্সের গ্রাফ শুধু নিম্নমুখী হতেই দেখা গেছে। ২০১৫ বিশ্বকাপের পর থেকে শ্রীলঙ্কার থেকে ২২ ম্যাচ কম খেলেও সিরিজ জয়ের দিক থেকে এগিয়ে আছে আফগানরা।
লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে তাই পা মাটিতেই রাখছেন। টুর্নামেন্টে তার দলের সম্ভাবনার ব্যাপারেও ভীষণ বাস্তববাদী তিনি। তাই ম্যাচের আগে জয়ের হুংকার না দিয়ে শুধু বললেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের তুলনায় উন্নতি করতে চান তারা।
কার্ডিফে এ পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। জয় পায়নি একটিতেও। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের লজ্জাজনক পরাজয় এসেছিল এ কার্ডিফেই।
অন্যদিকে আফগানিস্তান উন্নতি করেছে বটে, তবে বড় দলগুলোর সামনে তারা নিজেদের খুব একটা প্রমাণের সুযোগ পায়নি বললেই চলে। এই বিশ্বকাপ তাই রশিদ-মুজিবদের জন্য প্রমাণের মঞ্চও বটে। প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছে ৭ উইকেটে। ক্রিকেট বিশ্বে আফগান গর্জন পৌঁছে দিতে তাই আজকের ম্যাচে জয়টা খুবই দরকার তাদের।
সমৃদ্ধ এক স্পিন আক্রমণ নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে আফগানিস্তান। রশিদ খান, মুজিব উর রেহমান বা মোহাম্মদ নবীর মতো বোলাররা যদি ঠিকমতো ঘূর্ণি জালের ফাঁদ পাততে পারেন, আহত সিংহ শ্রীলঙ্কার যে তাতে ধরা দেয়া ছাড়া উপায় নেই! পুরুষদের যে বিষয়গুলো নারীদের
অনলাইন ডেস্ক : গল্প, কবিতা বা সাহিত্যে একজন পুরুষের দৃষ্টিতে নারীর সৌন্দর্যের বর্ণনা নানাভাবে উঠে এসেছে। কিন্তু এর উল্টোটা অর্থাৎ নারীর চোখে পুরুষের কোন বিষয়গুলো আকর্ষণীয় সেই ব্যাখ্যা এসেছে খুবই কম। তার মানে এই নয় যে, পুরুষকে বেছে নেয়ার ক্ষেত্রে নারীদের কোন পছন্দ-অপছন্দ নেই। সেটা অবশ্যই একেকজনের ক্ষেত্রে একেকরকম।
যেমন পেশায় চিকিৎসক ডা. শামসুন্নাহার বীথির কাছে পুরুষের সৌন্দর্য মানেই তার পরিচ্ছন্নতা, সেটা হোক শরীরের বা মনের।
এ তিনি বলেন, ‘আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমাকে এক বড় ভাই খুব পছন্দ করতেন। তিনি দেখতেও বেশ সুন্দর ছিলেন।
কিন্তু আমি তাকে নিয়ে কখনও কিছু ওভাবে ভাবতে পারিনি। কারণ তিনি কখনও সুগন্ধি ব্যবহার করতেন না, যা ছিল তার খুব প্রয়োজন। আমার কাছে শরীর ও মন দুটোর পরিচ্ছন্নতাই এক ধরণের সুন্দর্য। সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে। আর আমার একটা অদ্ভূত পছন্দ আছে আর সেটা হল আমি কাঁচা পাকা চুলের ছেলে পছন্দ করি। টাক পড়া নিয়েও আমার সমস্যা নেই। তবে সেটা চকচকে হতে হবে।’
ব্যবসায়ী নওরিন আক্তার পছন্দ করেন এমন পুরুষ যারা বাইরে কিছুটা এলোমেলো, কিন্তু মনে দিকে অনেকটা গোছানো প্রকৃতির। তিনি বলেন, ‘খুব ফরমাল ছেলেদের আমার ভালো লাগে না। কিন্তু ধরেন একটা ছেলে তার সঙ্গে মানিয়ে একটা পাঞ্জাবি পড়লো, কাঁধে ঝোলা ব্যাগ, চোখে চশমা, চাপ দাড়ি। খুব গুছিয়ে কথা বলছে,আমার এই ধরণের পুরুষদের প্রথম দেখাতেই ভালো লাগে।’
পুরুষের প্রতি নারীর এমন পছন্দের পরিসর আগের চাইতে অনেক বেড়েছে বলে মনে করেন প্রামাণ্যচিত্র অভিনেত্রী ফারহানা হামিদ। এক্ষেত্রে মিডিয়ার বড় ধরণের ভূমিকা আছে বলে তিনি মনে করেন। ব্যক্তিগতভাবে তিনি সৃজনশীল, আত্মবিশ্বাসী সেইসঙ্গে শারীরিক ফিটনেস এবং বাচনভঙ্গির ব্যাপারে সচেতন পুরুষদের পছন্দ করেন।
‘একটি ছেলে লম্বা, খাটো, কালো বা ফর্সা হতে পারে কিন্তু সে তার শরীরের ফিটনেস নিয়ে যদি যত্নশীল হয় এবং ফ্যাশনেবলভাবে উপস্থাপন করে,আমি তাদের প্রতি আকৃষ্ট হই। তাছাড়া ছেলেটা কতোটা স্মার্ট, অন্যকে কতোটা সম্মান দিয়ে কথা বলে। সে কতোটা প্রাণবন্ত। সেগুলোও আমার কাছে ম্যাটার করে।’
কিছুটা ভিন্নভাবে ভাবছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারজানা ইয়াসমিন। তার পছন্দ ভারী কণ্ঠের পুরুষ। গায়ের রং তেমন গুরুত্ব না পেলেও লম্বা গড়ন সেইসঙ্গে ক্যারিয়ারে সুপ্রতিষ্ঠিত পুরুষের প্রতি তিনি তার দুর্বলতার কথা জানান। তবে তিনি এটাও মনে করেন সবকিছুর ওপরে পুরুষের সুন্দর মানসিকতাই মুখ্য।
স্কুল শিক্ষিক তাসনিম চৌধুরীও একজন পুরুষের প্রতি আকর্ষণ বোধ করতে তার পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাকি রুচিশীলতা, মার্জিত আচরণ এবং কথাবার্তায় রসবোধকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
‘সবার আগে আমার ভাল লাগে পুরুষের হাইট, তার কণ্ঠ আর তার হাত পা পরিস্কার কিনা। তাছাড়া পোশাকের সঙ্গে মানিয়ে সে কেমন জুতা পরছে, সেখানেও তার রুচি অনেকটা পরখ করা যায়। তবে আমার কাছে বেশি জরুরি কেয়ারিং মেন্টালিটি আর তার সেন্স অব হিউমর।’
‘যে পুরুষ তার নারী সঙ্গীর ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখে। তাকে হাসাতে পারে, তার চাইতে আকর্ষণীয় আর আবেদনময় আর কিছু নেই।’
এদিকে টেলিভিশন রিপোর্টার বীথি সপ্তর্ষি একজন পুরুষের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার বাচনভঙ্গি, কথাবার্তার ধরণ, দায়িত্বশীলতা, সমাজ ও বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি তার সম্মানবোধকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ‘সমাজের যে বেঁধে দেয়া সুন্দর্যের সংজ্ঞা আছে যেমন টল ডার্ক হ্যান্ডসাম, এই বিষয়গুলো আমাকে একদমই টানে না।’
‘আমি একজন পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেই, প্রথমত তার কণ্ঠ ও বাচনভঙ্গি, দ্বিতীয়ত কথা বলার বিষয়বস্তু ও তার গভীরতা এবং তৃতীয়ত যে সাধারণ আদব কায়দা রয়েছে। যেমন খাওয়ার সময় শব্দ না করা, নাকে হাত না দেয়া, সেগুলো তারা মেইনটেইন করছে কিনা।’
পুরুষের প্রতি নারীদের এই দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য, বয়স-ভেদে বদলায় বলে মনে করেন ফ্যাশন ডিজাইনার ও মিডিয়া ব্যক্তিত্ব তাহমিনা শৈলী। এর পেছনে শিক্ষা, সচেতনতা এবং নারীর স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগকে অন্যতম কারণ হিসেবে মনে করেন তিনি। বর্তমানে মেয়েদের এমন বিষয়ে খোলামেলা কথা বলাকে বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন মিজ শৈলী।
‘আগেকার ইতিহাস, ধর্মের বইয়ে পুরুষের এক ধরণের বর্ণনা ছিল যে পুরুষ মানেই, সুঠাম দেহ-শক্তিশালী-সাহসী, সেই সবার ওপরে কথা বলে। তেমনি নারীর ক্ষেত্রেও শুধুমাত্র তার বাহ্যিক কিছু সৌন্দর্যের বর্ণনা দেয়া হতো। সেই বিষয়টি কিন্তু এখন আর নেই। তবে এটা আশাবাঞ্জক যে নারীরা এটা নিয়ে কথা বলছেন।’
তবে নারী ও পুরুষের সৌন্দর্য নিয়ে সমাজে যে গৎবাঁধা ধারণা প্রচলিত আছে সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন তিনি। সর্বোপরি নারীর মনের মতো তার চাওয়া-পাওয়ার বিষয়টিও রহস্যময়। বিশেষ করে কোন পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে বাহ্যিক ও মানসিক এই দুই সৌন্দর্যের সমন্বয়কে খোঁজেন নারীরা। যার কোন আদর্শের মাপকাঠি নেই।