আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ মঙ্গলবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গতকাল সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে ঈদ পালিত হচ্ছে।
এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯টি রোজা দিয়ে পবিত্র রমজান শেষ হলো। সৌদি আরবের রয়্যাল কোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
এদিকে সৌদি আরবের চাঁদ দেখা কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। সেইসঙ্গে দেশের সব নাগরিক এবং প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।
সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতেও পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
সোমবার সন্ধ্যায় আমিরাতের আবুধাবির চাঁদ দেখা কমিটি ‘রুয়েতি হেলাল’ চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেয়।