বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাপানি ভাষায়

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের জাপানি অনুবাদ প্রকাশ করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। ভাষণটি ইংরেজির ছাড়া অন্য কোন বিদেশি ভাষা হিসেবে জাপানিতেই প্রথম অনুবাদ করা হল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ মে জাপান সফরকালে শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে গোলটেবিল সভায় জাপানি ভাষায় অনুবাদ করা ভাষণের পুস্তিকা উম্মোচন করেন এবং ব্যবসায়ীসহ উপস্থিত সকলের কাছে বিতরণ করেন।

সোমবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার প্রমাণ ৭ই মার্চের ভাষণ, যার মাধ্যমে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ভাষণটির মর্মার্থ জাপানিদের কাছে তুলে ধরার উদ্দেশে পুস্তিকাটি জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ দপ্তরে বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন?
পরবর্তী নিবন্ধফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী