মরিচ বোঝাই একটি ট্রাক থেকে ২৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রংপুর প্রতিনিধি : রংপুর-গাইবান্ধা মহাসড়কের গোবিন্দগঞ্জে শুকনা মরিচ বোঝাই একটি ট্রাক থেকে ২৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। এ সময় ট্রাক চালক ও হেলপারকে আটক করে সংস্থাটি।

আজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩’র মিডিয়া অফিসার ও সহকারি পরিচালক এএসপি আ.ন.ম. ইমরান খান।

বিবৃতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ব্যাটালিয়নের রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গতকাল শনিবার রাতে গাইবান্ধা জেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ১৫২ বস্তা শুকনা মরিচ বোঝাই একটি ট্রাক আটক করে। এ সময় ট্রাকে থাকা মরিচের বস্তা থেকে ২৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ঠাকুরগাঁও জেলার মাদ্রাসাপাড়া গ্রামের ট্রাকচালক মিলন হোসেন (৩২) ও হেলপার হেলপার জিয়ারুল ইসলামকে (২৯) আটক করা হয়।

আটক দুজন পণ্য পরিবহনের নামে মাদকের চালান পৌঁছে দেওয়ার কাজ করেন বলেও জানায় র‌্যাব। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজন বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথাও স্বীকার করেন তারা।

আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের সঙ্গে অন্য মাদক ব্যবসায়ী জড়িত কী না তা অনুসন্ধান করা হচ্ছে।

 

পূর্ববর্তী নিবন্ধউবারে জন্ম, তাই শিশুর নামও ‘উবার’
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা : পাঁচ জেলায় ঝরল ২০ প্রাণ