ফেসবুকে পুলিশকে নিয়ে পোস্ট, যুবক আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে পুলিশের চাঁদা আদায়ের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাশেদুল ইসলাম হিমু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার ভোরে নিজ বাড়ি থেকে ওই যুবককে আটক করা হয়। তিনি চাটমোহর পৌর শহরের ছোট শালিখা এলাকার বাসিন্দা।

রাশেদুল ইসলাম হিমু তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ঈদের সামনে, পুলিশ মোটরসাইকেল আরোহীদের খুব যত্ন করে ধরে টাকা নিচ্ছে, উপরের নির্দেশে ঈদ উপলক্ষে এরকম টার্গেট পূরণ করতে মারিয়া… দোদারিয়া মোড় ছাড়াও চাটমোহরের বিভিন্ন পয়েন্টে এই কাজটি করেছে।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা করতে ডিউটিরত পুলিশের বিরুদ্ধে ঢালাওভাবে মিথ্যা তথ্য ফেসবুকে লিখে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি পুলিশের নজরে আসলে তাকে আটক করা হয়।’

 

পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধবিয়ের পরের দিন যুবকের ফোনে স্ত্রীকে ধর্ষণের ভিডিও!