নিউজ ডেস্ক : এক মাসে সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ১১২ জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। এ ছাড়াও র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ চারজন ছিনতাইকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
আজ রোববার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি।
ডিজি বলেন, ‘ঢাকা শহরের কোটি মানুষ বাইকে যাবে। ফাঁকা শহরে নাগরিকের অনুপস্থিতিতে যাতে কোনো অপরাধ সংঘটিত না হয়, সকল বাহিনীর সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করব।’
ঈদ নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘ঈদের জন্য বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনালে ১৫টি বিশেষ ক্যাম্প স্থাপন করেছি। এ ছাড়াও সারা দেশে ৪২টি জায়গায় আমরা বিশেষ নিরাপত্তা দিচ্ছি, যেগুলোতে জ্যাম তৈরি হতে পারে। তবে এবারের ঈদের আগেই মাননীয় প্রধানমন্ত্রী কিছু ব্রিজ ও ফ্লাইওভার উদ্বোধন করেছেন। যার ফলে যানজট অনেকটাই কমে আসবে।’
এখনো কোথাও কোনো ধরনের সমস্যা দেখিনি-উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা সড়কপথ, নদীপথ ও রেলপথ মনিটরিং করছি। যারা বাড়ি যাচ্ছেন অনেক মানুষ প্রাইভেটকার নিয়ে স্লো চালাবেন। মূল সড়কে নসিমন, করিমন চালাবেন না। আমরা চাই না সড়কে কোনো প্রাণহানি ঘটুক। চালক ও পথচারীদের সবাইকে সচেতন হতে হবে। সবাইকে সড়কে আইন মেনে চলবে।’
র্যাব প্রধান বলেন, ‘ঢাকাসহ যে সকল স্থানে বড় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, সেখানে নিরাপত্তার ব্যবস্থা করেছে র্যাব। আগামীতে ঈদের পর মানুষকে নিরাপদে ফিরিয়ে আনাও আমাদের দায়িত্ব।’