মুন্সীগঞ্জ প্রতিনিধি: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন ঈদে নির্বিঘ্নে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন। সরকারের যথাযথ ব্যবস্থাপনার কারণে কোথাও এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
মাওয়া ঘাটের সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ সকল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এবার ঈদে দুর্ভোগের পরিবর্তে আনন্দমুখর পরিবেশে পারাপার হচ্ছে ঘরমুখো মানুষ। মহাসড়কসহ কোথাও যানজট নেই। সরকারের সঠিক পরিকল্পনা সব জায়গায় ঈদে মানুষের কষ্ট লাঘব হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএ চেয়ারম্যান কমোডর মাহবুবুল আলম, বিআইডাব্লিউটিসি চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন প্রমুখ। প্রতিমন্ত্রী এ সময় ফেরি, লঞ্চ, স্পিডবোট ঘাট, পুলিশ কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার, ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শন করেন।