বিকল্প নেতৃত্ব খোঁজার অনুরোধ রাহুলের, সোনিয়া-প্রিয়াংকার সম্মতি

পার্লামেন্ট নির্বাচনে হারের দায় নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাবে সায় দিয়েছেন তার মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াংকা গান্ধী।

এদিকে কংগ্রেসের দুই নেতা আহমেদ প্যাটেল ও কে কে বেনুগোপালের সঙ্গে বৈঠকে নিজের বিকল্প খোঁজার জন্য নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। তবে বিকল্প খোঁজার বিষয়টি অস্বীকার করেছেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল।

টুইটবার্তায় তিনি বলেন, কংগ্রেস সভাপতির সঙ্গে তার বৈঠক একেবারেই দলের পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে ছিল। এ বৈঠককে ঘিরে যেসব জল্পনা ও বক্তব্য তুলে ধরার চেষ্টা হচ্ছে তা ভিত্তিহীন।

নির্বাচনের পরাজয়কে রাহুল ব্যক্তিগতভাবে নিচ্ছেন বলে দায়িত্ব ছাড়তে চাইছেন বলে এনডিটিভিকে জানিয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর। তবে এটি তার নিজের বা কংগ্রেসের জন্য ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাহুলের এমন অনড় অবস্থানের কারণে তার পরবর্তী সময়ে কে আসছেন কংগ্রেসের নেতৃত্বে, এমন প্রশ্ন উঠেছে।

তবে নিজের মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াংকা গান্ধীও যে সভাপতির দায়িত্বে আসবেন না তাও জানিয়ে দিয়েছেন রাহুল। রাহুল বলেছেন, গান্ধী- নেহরু পরিবার থেকেই যে সভাপতি করতে হবে, এমন কোনো কথা নেই। এমতাবস্থায় আগামীতে দল কীভাবে পরিচালিত হবে তা ঠিক করতে বৈঠকে বসবে কংগ্রেস।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৪ বছর পর যথা সময়ে নির্বাচন হবে: তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার রিটের শুনানি ১০ জুন পর্যন্ত মুলতবি