গোপালগঞ্জে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় পরীক্ষার্থীকে ৩ মাসের কারাদন্ড

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসের মাধ্যমে অসুদাপায় অবলম্বন করার অভিযোগে প্রতাপ মন্ডল নামে এক পরীক্ষার্থীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু এ সাজা প্রদান করেন।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রতাপ মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের পুলিন মন্ডলের ছেলে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর থেকেই প্রতাপের মোবাইল ফোনে প্রশ্ন পত্রের উত্তর আসতে ছিল। এসময় বিষয়টি টের পেয়ে প্রতাপকে হাতে-নাতে ধরে ফেলা হয়। পরে তাকে ৩ কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে বশেমুরবিপ্র শাখা ছাত্র ইউনিয়নের সভাপতির উপর সন্ত্রাসী হামলা
পরবর্তী নিবন্ধদেশের অর্থনীতিকে গতিশীল করবে মেঘনা ও গোমতী সেতু: অর্থমন্ত্রী