ব্রাজিলের বারে ১১ জনকে গুলি করে হত্যা

ব্রাজিলের একটি বারে কমপক্ষে ১১ জনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার উত্তরাঞ্চলের একটি বারে ওই হামলার ঘটনা ঘটেছে।

উত্তরাঞ্চলীয় প্যারা রাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বেলেম শহরের একটি বারে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কী কারণে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে কর্মকর্তারা কোন মন্তব্য করেননি।

বারের ভেতর গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেই পালিয়ে যায় বন্দুকধারীরা। জি১ নিউজ ওয়েবসাইটে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে যে, হামলার ঘটনায় এক হামলাকারী আহত হয়েছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জি১-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে ছয়জন নারী এবং পাঁচজন পুরুষ। একটি মোটরসাইকেল এবং তিনটি গাড়িতে করে এসে হামলা চালায় সাত ব্যক্তি। হামলার পরপরই সেখান থেকে পালিয়ে যায় তারা।

পূর্ববর্তী নিবন্ধহাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই ছিনতাইকারী নিহত
পরবর্তী নিবন্ধ২২ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করলো ছাত্রলীগের পদবঞ্চিতরা