আগারগাঁওয়ে টিভি বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

 পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে টিভি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. মুক্তার হোসেন নামে একজন মারা গেছেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত মো. মুক্তার হোসেন সিরাজগঞ্জ বেলকুচি এলাকার বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় এক বাসায় টিভি বিস্ফোরণে মুক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী সালমা (২৮) মারাত্মক দগ্ধ হন।

পরে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মুক্তারের শরীরের ৯৭ শতাংশ ও তার স্ত্রী সালমার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে।

স্থানীয়রা জানান, পশ্চিম আগারগাঁও বিএনপি বাজার এলাকার ২ নম্বর রোডের একটি বাসার নিচ তলায় ভাড়া থাকেন তারা।

এলাকায় তার ফার্মেসির দোকান আছে। বিকালে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন ও স্ত্রী সালমা রান্নাঘরে ছিলেন। হঠাৎ ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা দুজনেই দগ্ধ হন। তাদের একমাত্র ছেলে শাফিন এ সময় বাসার বাইরে ছিল।

দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে।

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে ছাত্রলীগের পদবঞ্চিত নারী নেত্রীদের ওপর হামলা
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা এতিম আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার আজ