নুর উদ্দিন, সুনামগঞ্জ : ছাতকে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে চলছে ড্রেজার মেশিনের তান্ডব। রাজস্ব ফাঁকি দিয়ে ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিনই বালু উত্তোলন ও বিক্রি করছে একটি চক্র। পাশাপাশি নদীতে চাঁদাবাজ চক্রও রয়েছে সক্রিয়। গত শনিবার সকালে পৌর শহরের সুরমা নদীর বৌলা নামক এলাকায় ডেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে নৌকাতে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন, বালু বোঝাই নৌকাসহ ৪জন শ্রমিক আটক করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি (ভুমি) কমিশনার তাপস সিল।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাজনা এলাকার বাসিন্দা বশির আলম, আল আমিন, জসিম উদ্দিন ও নজরুল ইসলাম।
উপজেলা সহকারি (ভুমি) কমিশনার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাপস সিল এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলন কালে বালু ভর্তি নৌকা ও ড্রেজার মেশিন ৪জন শ্রমিক আটক করে দ্রাম্যমান আদালতে মাধ্যমে ২০১০সালে বালু মহাল আইনে তাদেরকে নগদ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।