দেলোয়ার হোসেন মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
সারা দেশের মতন গোপালগঞ্জের মুকসুদপুরে মানব বন্ধন ও সমাবেস করছেন। গরিব মানুষের বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহার এবং বাংলাদেশ বিড়ি শিল্পকে ভারতে ন্যায় কুটির শিল্প ঘোষনা দাবিতে স্লোগান সামনে রেখে বিড়ি ভোক্তা শ্রমিক ফেডারোশন মুকসুদপুর উপজেলা শাখা উদ্যোগে মানব বন্ধন সমাবেস আয়োজন করে।১৮ মে শনিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত শতশত শ্রমিক মানব বন্ধন করে মুকসুদপুর খুলনা-ঢাকা মহসড়কের উপর পুরোন মুকসুদপুর নামক স্থানে। ঘন্টা ব্যাপি মানব বন্ধন শেষ করে সমাবেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা শাখার বিড়ি ভোক্তা সমিতির সভাপতি ইউনুস ঠাকুর সভায় বক্তব্য দেন বিড়ি ভোক্তা সমিতির সাধারন সম্পাদক মেহের আলী মোল্যা,সদস্য শামিম হাসান, মুকসুদপুর সরকারী কলেজের সাবেক জি এস রাজা মিয়া উপজেলা যুব লীগের নেতা ইমারত মুন্সী প্রমুখ।