বাসের নৈরাজ্য ঠেকাতে ম্যাজিস্ট্রেটের অভিনব কৌশল!

আব্দুর সবুর,চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখ নতুন ব্রিজ এলাকায় ঘরমুখো মানুষের ভিড়কে পুঁজি
করে বাড়তি ভাড়া আদায়কারীদের ধরতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম
মনজুরুল হকের ছদ্মবেশ কৌশলে বাসে উঠে হাতেনাতে ধরেন বাড়তি ভাড়া আদায়কারী
বাসগুলোকে।
বৃহস্পতিবার (১৬ মে) প্রায় দুই ঘণ্টার অভিযানে বাড়তি ভাড়া আদায়কারীরা  ধরা
পড়েছেন একে একে। গুনতে হয়েছে বড় অংকের জরিমানা।
ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, অভিযানের শুরুতে পেশকারসহ পুলিশ ফোর্সকে
কর্ণফুলীর ওপারে পাঠিয়ে দিই। এরপর মুখে মাস্ক পড়ে একাই বাসে বাসে গিয়ে বিভিন্ন
গন্তব্যের ভাড়া জিজ্ঞেস করি।
এ সময় দোহাজারীগামী একটি বাস ৪০ টাকার ভাড়া ৮০ টাকা দাবি করলে যাত্রীবেশে বাসে
উঠে যাই। পরে কর্ণফুলীর ওপারে গিয়ে বাসটি আটক করে চালককে ১৫ হাজার টাকা
জরিমানা করা হয়।
তিনি আরো জানান, বৃহস্পতিবারের এ অভিযানে ১০টি মামলায় ৭৫ হাজার ৫০০ টাকা
জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৬টি গাড়ির কাগজ জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে উপচেপড়া ভিড়
পরবর্তী নিবন্ধভূমধ্যসাগরে নৌকাডুবি : বাংলাদেশি চক্রের ৩ সদস্য আটক