মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
শ্রীলঙ্কায় বোমা হামলা ঘটনার জের ধরে গোপালগঞ্জের ১৬টি চার্চ ও ৪টি গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ । রবিবার সকাল থেকেই খ্রীস্টান সম্প্রদায়ের লোকদের নিরাপত্তার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানাযায়, গত ২১শে এপ্রিল শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদ্যাপনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলায় ১৯০জন নিহত হয়।এরই জের ধরে আজকের মা দিবস, সেবিকা ও আহ্বান দিবস এবং আগামী ১৮ মে বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে কোন প্রকার দূর্ঘটনা এড়াতেই গোপালগঞ্জের চার্চ ও গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের বানিয়ারচর গির্জা ক্যাথলিক চার্চের ফাদার জেরম রিংকু গোমেজ জানান, এখানে সকাল থেকেই পুলিশ সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন। আমরা নিরাপত্তার মাধ্যমে আমাদের বিভিন্ন কার্যক্রম চালাতে পারছি এজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আমরা যেন সব ধর্মের মানুষদের নিয়ে মিলেমিশে নিরাপদ ভাবে চলতে পারি সরকারের কাছে এ প্রত্যাশাই রাখি।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, আমরা সকাল থেকেই গির্জা গুলোতে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। সামনে যাতে গির্জায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, গোপালগঞ্জের জলিরপাড়ে ১৬টি চার্চ ও ৪টি গির্জায় আমরা দিন-রাত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। গির্জার প্রধানদের সাথে সবসময় যোগাযোগ রাখছি যেন কোন দূর্ঘটনা না ঘটে । সামনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না এমনটাই আশা করছি।