চলতি বছরের নভেম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিং শুরু হবে। শুটিং শুরুর ৮০ দিনের মধ্যেই দৃশ্য ধারণের কাজ শেষ করা হবে। এর পর ২০২০ সালে মুক্তি পাবে বায়োপিকটি।
ছবিটির ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
পরিচালক শ্যাম বেনেগাল আরও জানিয়েছেন, ছবিটি পূর্ণদৈর্ঘ্যের হবে। অর্থাৎ ছবির সময়কাল হবে ১৮০ মিনিট বা তিন ঘণ্টা।
তবে ছবির অভিনয়শিল্পী নির্বাচনটি বেশ চ্যালেঞ্জের ও কঠিন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘ছবির অধিকাংশ অভিনয়শিল্পী হবেন বাংলাদেশি। কিন্তু চ্যালেঞ্জটা বেশ কঠিন হচ্ছে বঙ্গবন্ধুর চরিত্রে কে অভিনয় করবেন তা নির্বাচন নিয়ে।’
জানা গেছে, ছবির চিত্রনাট্যকার অতুল তিউয়ারি আগামী সপ্তাহে ঢাকায় আসবেন এবং ছবির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তার এই গবেষণায় সাহায্য করবেন ‘হাসিনা: আ ডটার্স টেল’ ডকু ফিকশনের পরিচালক পিপলু আর খান।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিল্লিতে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অমিত খেরের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর।
বৈঠকে ড. গওহর রিজভী ছাড়াও ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর নেতৃত্বে উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল উপস্থিত ছিল।
আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্রের চিত্রনাট্যকার অতুল তিওয়ারি।
ওই বৈঠকে আগামী মাস থেকে ভারতে বিটিভি ও বাংলাদেশে দূরদর্শন চ্যানেল সম্প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়।
এর পর বঙ্গবন্ধুর জীবনীর ওপর চলচ্চিত্র নির্মাণের বিষয়টি আলোচিত হয়। এ বিষয়ে চিত্রনাট্যের জন্য গবেষণার কাজে অতুল তিওয়ারি বাংলাদেশে আসবেন বলে জানান।
এ সময় বাংলাদেশের প্রতিনিধিদল এই চলচ্চিত্র নির্মাণের জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।