চট্টগ্রামে দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে আওয়ামীলীগ নেতা সুজন

মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :চট্টগ্রাম নগরীর বিভিন্ন ধরনের নাগরিক সমস্যা চিহ্নিত করণ এবং তা থেকে
পরিত্রানের লক্ষ্যে কর্মপন্থা নির্ধারনের জন্য জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য
চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের
সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের নেতৃত্বে নগরীতে পঁচা, বাসী ও ভেজাল পণ্য উৎপাদন,
বিক্রয় ও পরিবেশন থেকে ব্যবসায়ীদের বিরত রাখার লক্ষ্যে নাগরিক পদযাত্রার
দ্বিতীয় দিন ৮ মে বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের অন্যতম বৃহত্তম ব্যবসা
কেন্দ্র রেয়াজউদ্দিন বাজার থেকে শুরু হয়।
এ সময় রেয়াজউদ্দিন বাজারেরব্যবসায়ীদের উদ্দেশ্যে  সুজন বলেন, সরকার রমজান
মাসকে জনসাধারনের মাঝে স্বস্তির মাস হিসেবে উপহার দিতে বদ্ধ পরিকর। এ লক্ষ্যে
রমজান মাসের পূর্বেই যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে সরকারের বিভিন্ন
মন্ত্রণালয়। ব্যবসায়ীরা যাতে নির্বিঘে ও নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারে
সেজন্য কাজ করছে আইন শৃংখলা বাহিনী। জেলা প্রশাসন সরকার নির্ধারিত মূল্যে পণ্য
বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নিকট আহবান জানাচ্ছেন এবং সে লক্ষ্যে প্রতিদিন
মোবাইল কোর্টও পরিচালিত করছেন। কিন্তু সরকারের এতোসব উদ্যোগের পরও কতিপয়
ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করছে না। কিছু কিছু ব্যবসায়ীরা
ওজনে ক্রেতা সাধারণকে কম দিয়ে লাভের অংক বাড়াতে চায়। যা ক্রেতা সাধারণের জন্য
অস্বস্তিকর বলে অভিমত প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রামের অন্যতম প্রতিষ্টিত ব্যবসা বানিজ্য কেন্দ্র হচ্ছে এ
রেয়াজউদ্দিন বাজার। তাই এ বাজারে বিপুল সংখ্যক পাইকারী ও খুচরা ক্রেতার
উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় না করা
এবং ওজনে কম দেওয়ার মানসিকতা থাকলে এ বাজার অচিরেই ক্রেতা শুন্য হয়ে পড়বে। তখন
সত্যিকার অর্থেই বিপাকে পড়বেন ব্যবসায়ীরা। তাই এ মাসটিকে অন্ততঃ ব্যবসা
বানিজ্যের হাতিয়ার না করে ক্রেতা সাধারণের মন জয় করার জন্য জনাব সুজন
সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।
সুজন এরপর পুরো বাজার পরিদর্শন করেন এবং দাম বৃদ্ধি নিয়ে ক্রেতা সাধারনের
বিভিন্ন অভিযোগ শ্রবণ করেন। ক্রেতা সাধারণের তাৎক্ষণিক অভিযোগের প্রেক্ষিতে
সুজন মাংসের দোকানে গিয়ে সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রি না করার অভিযোগের
সত্যতা পান।
এ সময় ব্যবসায়ীদের সাথে খোলামেলা আলাপ আলোচনা করেন এবং সরকার নির্ধারিত মূল্যে
পণ্য বিক্রয় করার আহবান জানান। ক্রেতা সাধারণের কষ্ট হয় এ রকম কার্যকলাপ থেকে
বিরত থাকার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান।
সুজন খাদ্যে ভেজাল বিষয়ে গতকাল র্যাব মহাপরিচালকের বক্তব্যকে পুরোপুরি সমর্থন
করে নিরাপদ খাদ্য আইন সংশোধন করে আগামী প্রজন্মকে একটি উজ্জ্বল মেধা সম্পন্ন
প্রজন্মে পরিণত করার পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি বিনীত আহবান জানান।
নাগরিক পদযাত্রার দ্বিতীয় দিনে পদযাত্রা এবং প্রচারপত্র বিলির সময় বিপুল
সংখ্যক ক্রেতা সাধারন এবং ব্যবসায়ীবৃন্দ সুজনের সাথে পুরো বাজার প্রদক্ষিণ
করেন। এর আগে রেয়াজউদ্দিন বাজার প্যারামাউন্ট সিটির সামনে ময়লা আবর্জনার স্তুপ
পড়ে থাকতে দেখে জনাব সুজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন
কর্মকর্তাকে ফোন করেন এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা দ্রুততম সময়ের মধ্যেময়লা
আবর্জনা পরিস্কার করে নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনরাজনীতিবিদ হাজী মোঃ ইলিয়াছ, সংগঠনের
সদস্য সচিব হাজী হোসেন কোম্পানী, মোহাম্মদ সালাউদ্দিন, এজাহারুল হক, হাফেজ মোঃ
ওকার উদ্দিন, মোঃ শাহজাহান, জাহেদ আহমদ চৌধুরী, সোলেমান সুমন, শেখ মামুনুর
রশীদ, শিশির কান্তি বল, জাহাঙ্গীর আলম, স্বরূপ দত্ত রাজু, আব্দুল জাহেদ মনি,
মনিরুল হক মুন্না, মোঃ তানিম, আশীষ সরকার নয়ন, অনিক চক্রবর্ত্তী প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধইফতারের এক অনন্য আয়োজনে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
পরবর্তী নিবন্ধপ্রথম বাংলা ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি আনলো ওয়ালটন