কে হবেন প্রধানমন্ত্রী, জবাবে যা বললেন রাহুল

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন-এমন প্রশ্নের জবাবে ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, আমার কাছে ২৩ মে এখন অর্জুনের পাখির চোখের মতো। আমার লক্ষ্য পূর্ণশক্তি দিয়ে বিজেপি ও আরএসএসকে হারানো।

নরেন্দ্র মোদি ক্ষমতায় না এলে বিরোধী দল থেকে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী? এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে রাহুল বলেন, আপাতত আমার ‘পাখির চোখ’ বিজেপি বিদায়।

রাহুলকে প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, শরদ পাওয়ার, চন্দ্রবাবুদের মধ্যে বেশি পছন্দ কাকে?

জবাবে রাহুল বলেন, আপনারা আমাকে মূল লক্ষ্য থেকে সরিয়ে নিতে চাইছেন। তবে আমি এই ফাঁদে পা দেব না। এই বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনাই করব না।

আমার কাছে ২৩ মে এখন অর্জুনের পাখির চোখের মতো। লক্ষ্য পূর্ণশক্তিতে বিজেপি ও আরএসএসকে হারানো।

পূর্ববর্তী নিবন্ধপ্রাক্তন প্রেমিক রণবীরের গোপন তথ্য ফাঁস করলেন ক্যাটরিনা
পরবর্তী নিবন্ধচাঁদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২