রমাজন আলী : ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান সরকার ব্যবসা-বান্ধব এবং এ খাতের ব্যবসায় সার্বিক উন্নয়নের পাশাপাশি দেশের অবকাঠামো খাতের উন্নয়নের জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত “নগরায়ন এবং বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে আবাসন খাতের প্রতিবন্ধকতা” শীর্ষক সেমিনার প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চলতি বছরের জুন-জুলাই মাসের মধ্যেই সারাদেশে ভূমি বিষয়ক ই-মিউটেশন ব্যবস্থার প্রবর্তন করা হবে, যার মাধ্যমে অনলাইনে পেমেন্ট সহ অন্যান্য সেবা প্রদান করা যাবে এবং জনগণের ভোগান্তি কমবে
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অবকাঠামোগত উন্নয়ন করে চলেছে। প্রমোশনালি উন্নয়ন হচ্ছে সারাদেশে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেই ছিল গ্রাম হবে শহর, সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, জমির দাম বেড়ে যাওয়ার জন্য রিয়েল স্টেট কোম্পানিকে দায়ী করে তিনি বলেন, জমির দাম সরকার নয়, আপনারা বাড়াচ্ছেন। ল্যান্ড ওনারদের জমি নিয়ে ফ্ল্যাট তৈরি করে ৫০ শতাংশ বা অনেক স্থানে ৬০ শতাংশ ফ্ল্যাট দিচ্ছেন। শুধু তাই নয়, এর সঙ্গে নগদ ক্যাশও আপনারা দিচ্ছেন। এভাবে আপনারাই জায়গার দাম বাড়িয়েছে দিয়েছেন।
সেমিনারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, গার্মেন্টস সেক্টরকে আমরা যেভাবে নিরাপদে নিয়ে গেছি ঢাকা শহরকে সেভাবেই নিরাপদ করবো। প্ল্যান অনুযায়ী ঢাকা শহরে বিল্ডিং উঠলেও মনিটরিং সিস্টেম নেই।
তিনি আরো বলেন, রানা প্লাজা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছে। অনেকেই বলেছিলো আমাদের দেশে কোনো গার্মেন্টস ফিরবে না। আমরা সবাই মিলে কাজ করেছি এবং ঘুরে দাঁড়িয়েছে। ঠিক তেমনিভাবেই ঢাকা শহরকে নিরাপদ বাসযোগ্য করতে আমরা একসঙ্গে কাজ করবো।
সেমিনারে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, আমাদের সদস্যরা নিজস্ব সম্পদ, নিজস্ব অর্থায়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা দুই লাখ ফ্ল্যাট এবং ৭০ হাজার প্লট হস্তান্তর করেছি।
ডিসিসিআই সভাপতি ওসামা বিন তাসির বলেন, আবাসনখাতে একটি স্বাধীন স্ট্যান্ডার্ড রেটিং পদ্ধতি চালু করা প্রয়োজন। আর্থিক স্বচ্ছলতা, নির্মাণের গুণগত মান, জনবলের অভিজ্ঞতা, ভোক্তা সেবার মান, ডিজাইন, স্বচ্ছতা প্রভৃতির উপর ভিত্তি করে এই রেটিং পদ্ধতি চালু করা যেতে পারে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী কাজী গোলাম নাসির।