আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ফরাজী হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

পপুলার২৪নিউজ ডেস্ক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে ফরাজী হাসপাতাল। ২ মে বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চুক্তির ফলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ এবং গ্রাহকরা ফরাজী হাসপাতালে সেবা নেয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম এবং ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব মোঃ মাহমুদুর রহমান, কাজী মাহমুদ করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লা, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ডা. মোঃ শরিফুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা।
চুক্তির আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালের সব পরীক্ষা-নিরীক্ষা, সিট ভাড়া, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, ডেন্টাল সেবা এবং সব প্রকার ওষুধ ক্রয়ে করপোরেট ছাড়ের সুবিধা পাবেন।

 

পূর্ববর্তী নিবন্ধশ্রীদেবীর কথা জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়লেন স্বামী
পরবর্তী নিবন্ধসংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল : ফখরুল