সাভারের উলাইলের কর্ণপাড়ায় শ্বশুরবাড়ির অত্যাচারে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন হাসিনা বেগম নামে এক গৃহবধূ। শুক্রবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ।
এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল জলিল বাদী হয়ে সাভার মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সাভারে উলাইলে স্বামীর বাড়ি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ওই গৃহবধূকে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গৃহবধূর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
নিহতের চাচা মো. আব্দুল সালাম জানান, ওর (হাসিনা) শাশুড়ি, ননদ এমনভাবে অত্যাচার করছে, তা সে সহ্য করতে পারেনি। ওর স্বামী মাদকাসক্ত। তার স্বামীর সম্পদের লোভে শাশুড়ি, ননদ ও ননদের জামাই তাকে দূরে সরোনোর চেষ্টা করে। নানাভাবে তাকে শারীরিক ও মানসিক অত্যাচার করতো। প্রতিনিয়ত এসব অত্যাচার সইতে না পেরে হয়ত হাসিনা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি চিকিৎসকের বরাত দিয়ে আরও জানান, হাসিনার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা না অন্য বিষয়।