ঘূর্ণিঝড়ে আশংকায় উপজেলা নির্বাচন স্থগিত


সাইদ রিপন: ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া আইনি জটিলতার কারণে স্থগিত করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার নির্বাচন।

ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, ৫ মে ছয়টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ফণীর কারণে কুতুবদীয়া এবং আইন জটিলতার কারণে উল্লাপাড়ার নির্বাচন স্থগিত করা হয়েছে।

তিনি জানান, ৫মে রোববার ৬ টি উপজেলা পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

আর আইনি জটিলতার কারণে স্থগিত করা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার নির্বাচন। বাকি ৪ উপজেলায় নীলফামারীর জলঢাকা, কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভোট তফসিল অনুযায়ীই ৫ মে অনুষ্ঠিত হবে।

এসব উপজেলা নির্বাচনে অনিয়মের বিচারকাজ সম্পন্ন করার জন্য ৪জন বিচারিক হাকিমও বৃহস্পতিবার (২ মে) নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের অ্যাম্বাসেডর হবে ওয়ালটন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিমানের এমডিসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা