একনেকে ১০ হাজার কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন

সাইদ রিপন: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০ হাজার ১১৫ কোটি ৭৭ লাখ টাকা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, আজকের সভায় ৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০ হাজার ১১৫ কোটি ৭৭ লাখ টাকা।
এর মধ্যে ৪ হাজার ৪০৫ কোটি ৭৮ লাখ টাকা সরকারি অর্থায়নে করা ব্যায় করা হবে। আর প্রকল্প সাহায্য ৫ হাজার ২২০ কোটি ৪৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৪৮৯ কোটি ৫০ লাখ টাকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম।
পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্র জয়ন্তী উদযাপনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজন
পরবর্তী নিবন্ধশমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা