গোপালগঞ্জে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা, মেয়াদ উত্তীর্ন ২৫ কেজি খেঁজুর ধ্বংস

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে মেয়াদ উত্তীর্ন খেঁজুর বিক্রির দায়ে ও ওজনে কম দেয়ার অভিযোগে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদ উত্তীর্ন ২৫ কেজি খেঁজুর ধ্বংস করা হয়। রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে বাজার অভিযান পরিচালনাকালে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া বাজারে হৃদয় মিষ্টান্ন ভান্ডার ও জেলা সদরের শহরের পুলিশ লাইনস্ মোড়ে আদি ঘোষ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উর্ত্তীত ২৫ কেজি খেঁজুর রাখার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ওই ২৫ কেজি খেঁজুর ধ্বংস করা হয়। পরে শহরের পুলিশ লাইনস্ মোড়ে ওজনে কারচুপির দায়ে আদি ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা বাজার কর্মকর্তা মোঃ আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকচি সাজতে বয়স লুকিয়েছেন যেসব নায়িকা
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে ধর্ষকদের বিচার দাবীতে মানববন্ধন