নুসরাতকে নিয়ে ‘নির্বাক আর্তনাদ’

রাজু আনোয়ার: ফেনীর মাদ্রাসা ছাত্রী কন্যা সাহসিকা নুসরাতের নির্মম হত্যাকাণ্ডে বেদনায় নির্বাক পুরো বাংলাদেশ। ইতোমধ্যে নুসরাত হত্যা নিয়ে চলচ্চিত্র নির্মানের ঘোষণা দিয়েছেন দেশের বরেন্য এক চলচ্চিত্র নির্মাতা। আর এখন মূকাভিনয়ের বিষয় হয়ে আন্তর্জাতিক আসরে মঞ্চস্থ হচ্ছে নুসরাতের সাহস এবং ঝরে যাওয়া।
সম্প্রতি ব্যাংকক ঘুরে আসা ‘ব্ল্যাকফ্লেম থিয়েটার’-এর প্রযোজনায় ‘নির্বাক আর্তনাদ’ যাচ্ছে আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্র। ‘নির্বাকতার ঔজ্জ্বল্যে দীপ্ত হোক বিশ্বমৈত্রী’ স্লোগানে নন্দিত মূকাভিনয় সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন’-এর আয়োজনে ‘গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স ৩য় ইন্টারন্যাশনাল মাইম ফেষ্ট-২০১৯’-এ ঢাকা ইউনিভার্সিটি’র টিএসসি মিলনায়তনে শুরু হচ্ছে উৎসব। ‘নারীর থেকে হঠাও তোমার পৌরুষের লাম্পট্য, সরাও কামুক হাত ফিরিয়ে নাও চোখের নির্লজ্জ দৃষ্টি’-এ শিরোনামে চৈত্র সংক্রান্তির বর্ণিল সন্ধ্যায় সম্প্রতি ফেনীতে আগুনে পুড়িয়ে মারা মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকান্ডের প্রতিবাদে ও তাকে উৎসর্গ করে তানভীর শেখের রচনা ও পরিচালনায় ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’ প্রযোজনায় নকশা মূকাভিনয় ‘নির্বাক আর্তনাদ’ মঞ্চায়িত হয়।
ব্ল্যাকফ্লেইম থিয়েটার এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তানভীর শেখ আন্তর্জাতিক আসরে নুসরাতকে নিয়ে মঞ্চায়ন বিষয়ে বলেন, পুরুষ হিসেবে নিজেকে অপরাধী মনে হয়। সে অপরাধের এক ধরণের দায়বোধ থেকে আমাদের এই প্রযোজনা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা সেই বোধ ছড়িয়ে দিতে চাই।
তিনি বলেন, মানবকূল সৃষ্টির পূর্ণতা পায় জীবনের আগমনে এবং শেষ হয় জীবন নিঃসরণের মাধ্যমে। আমরা প্রাচীন কাল থেকে সভ্য হতে হতে আজকের এই তথাকথিত আধুনিকতায় পৌঁছেছি। এই পৃথিবীতে আমরা মানুষেরাই একমাত্র প্রাণী যারা নিজেদের উন্নতি করতে পারি। বলতেই পারি আজ আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং জ্ঞানের প্রতিযোগিতায় প্রতিদিন আমরা গতকালকে অতিক্রম করে নতুন নতুন ইতিহাস সৃষ্টি করে চলেছি। মোটকথা বলা যায় আমরা উন্নত হয়েছি বা হচ্ছি ঠিকই কিন্তু ভুলে যাচ্ছি আমাদের দ্বায়বদ্ধতা, অন্যায়ের প্রতিবাদ করার মানুষিকতা এবং আরো ভুলে যাচ্ছি এ সমগ্র পৃথিবী আমার ঘর ও সমস্ত মানুষ আমার পরিবার তথা আমি একজন মানুষ। উপরন্তু আমরা মেতে আছি নারী নির্যাতন, ধর্ষণ সহ আরো নানান সহিংসতায়। এ নিয়ে নির্মিত হয়েছে ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রযোজনা নকশা মূকাভিনয় ‘নির্বাক আর্তনাদ’।

এতে অভিনয় করেছেন- কাশপিয়া সুলতানা, ফারজানা ইয়াসমিন, রাম কৃষ্ণ মিত্র, রাসেল ইসলাম, হৃদয়উল হক, সজিব মোবাল্লেগ, নূরে আলম দিনার, আরিয়ান,আবু নাঈম ও প্রিন্স ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও প্রযোজনা ব্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করেন রেজাউল মাওলা নাবলু, নেপথ্যে: শারমিন কবির,মেহজাবিন কবির, নিরা রহমান, তাজনূর আক্তার ও অমিত কুমার, পোশাক পরিকল্পনায়: কাশপিয়া সুলতানা, আলোক পরিকল্পনায়: রেজাউল মাওলা নাবলু, সংগীত পরিকল্পনায়: তানভীর শেখ, প্রচার ও প্রকাশনায়: নূরে আলম, পাবলিক রিলেশনে: রিমু সিদ্দিকী, ডকুমেন্টেশনে: আল মাসুম সবুজ, ফটোগ্রাফিতে: মেহেদি হাসান ও সহযোগিতা করেছেন জাপান বাংলা পিস ফাউন্ডেশন, হুমায়ুন কবির সুইট, ডাঃ কায়েম উদ্দিন, মোরশেদ তালুকদার ও আব্দুল আলিম।

 

পূর্ববর্তী নিবন্ধআর্থিক খাতের দুর্বলতা কাটাতে ৯টি আইন সংস্কারের উদ্যোগ
পরবর্তী নিবন্ধযুগে যুগে কবিগানের আসর !